ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

আচমকা ব্যাটিং ধসে হায়দ্রাবাদের কাছে পাঞ্জাবের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২২, অক্টোবর ২৫, ২০২০
আচমকা ব্যাটিং ধসে হায়দ্রাবাদের কাছে পাঞ্জাবের হার

নিজেদের ইনিংসের শেষ ১৪ রানে আচমকা ৭ উইকেট হারিয়ে ম্যাচই হেরে বসে সানরাইজার্স হায়দ্রাবাদ। কিংস ইলেভেন পাঞ্জাব বোলারদের দাপটে জেতা ম্যাচ ১২ রানে হেরেছে ডেভিড ওয়ার্নারের দল।

দুবাইতে আইপিএলের ৪৩তম ম্যাচে ১২৭ রানের সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ওয়ার্নার ও জনি বেয়ারস্টো দারুণ শুরুও করেন। ৬.২ ওভারে এই জুটি ৫৬ রান তোলেন। তবে এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারায়। বিশেষ করে শেষ ১৪ রানে তো বিশাল এক ধস নেমে পরাজয় নিশ্চিত করে। ওয়ার্নার সর্বোচ্চ ৩৫ রান করেন।

পাঞ্জাব বোলারদের মধ্যে আরাশদীপ সিং ও ক্রিস জর্ডান সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন। তবে অন্য সব বোলারই দারুণ করে ম্যাচ জেতান।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে পাঞ্জাবও খুড়িয়ে খুড়িয়ে ব্যাট করে। হায়দ্রাবাদ বোলারদের চাপে কেউই বড় স্কোর করতে পারেননি। নিকোলাস পুরান সর্বোচ্চ ২৮ বলে ৩২ রান করেন।

সন্দ্বীপ শর্মা, জেসন হোল্ডার ও রশিদ খান ২টি করে উইকেট নেন।

দারুণ বোলিং করা ক্রিস জর্ডান ম্যাচ সেরা নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।