ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

করোনামুক্ত হলেন হাবিবুল বাশার

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৩, নভেম্বর ২৫, ২০২০
করোনামুক্ত হলেন হাবিবুল বাশার

করোনামুক্ত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।  

বুধবার (২৫ নভেম্বর) বাশার নিজেই বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (২৪ নভেম্বর) করোনা টেস্ট করানোর পর আজ ফলাফল নেগেটিভ এসেছে। তবে ফের একবার ফুসফুসে সংক্রমণের পরীক্ষা করিয়েছেন তিনি, যার ফলাফল হাতে পাবেন আগামীকাল।

গত ১২ নভেম্বর করোনা পজিটিভ শনাক্ত হন বাশার। কয়েকদিন পর জটিলতা বাড়লে পরীক্ষা করিয়ে গত ১৬ নভেম্বর চিকিৎসকের কাছে গেলে জানা যায় তার ফুসফুসে ইনফেকশন হয়েছে। যার কারণে দেরি না করে চিকিৎসকের পরামর্শে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাবেক অধিনায়ক।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
এমএইচএম/আরএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।