ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

ক্রিকেট

জুনে ফের শুরু পিএসএল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৩, মার্চ ১১, ২০২১
জুনে ফের শুরু পিএসএল

জুনের প্রারম্ভে ফের শুরু হচ্ছে স্থগিত থাকা পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। আসরের বাকি সব ম্যাচ হবে করাচিতে।

 

বৃহস্পতিবার (১১ মার্চ) বিষয়টি ঘোষণা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।  

ফ্র্যাঞ্জাইজি এবং গভর্নিং কাউন্সিলের সঙ্গে পরামর্শের পর এই সিদ্ধান্ত নেয় পিসিবি।

কোভিড-১৯ সংক্রমণের কারণে ০৪ মার্চ স্থগিত হয়ে যায় পিএসএলের চলতি আসর। কেবল গ্রুপ পর্বের ১৪ ম্যাচ মাঠে গড়িয়েছে। বাকি ২০ ম্যাচ শুরু হবে জুনে। তবে ফের শুরুর তারিখ এখনও নির্দিষ্ট হয়নি।  

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।