ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ক্রিকেট

হাসছে নাসিরের ব্যাট, সেঞ্চুরি বঞ্চিত আরিফুল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩২, মার্চ ৩০, ২০২১
হাসছে নাসিরের ব্যাট, সেঞ্চুরি বঞ্চিত আরিফুল

সকল সমালোচনার জবাব ব্যাট হাতে দিচ্ছেন নাসির হোসেন। বাংলাদেশ জাতীয় লিগে (এনসিএল) রংপুর বিভাগের হয়ে দ্বিতীয় ম্যাচেও রানের দেখা পেয়েছেন এই অলরাউন্ডার।

 

আগের ম্যাচে নাসির ঢাকা বিভাগের বিপক্ষে ১১৫ রানের ইনিংস খেলেছিলেন দলের প্রয়োজেনের মুহূর্তে। এবারও দলের বিপদের সময় হাসলো নাসিরের ব্যাট। খুলনা বিভাগের বিপক্ষে দ্বিতীয়দিনে ব্যাটিংয়ে নেমে রবিউল ইসলাম রবির বলে এলবিডব্লিউর শিকার হওয়ার আগে ১১৬ বলে ৯ চারে ৬৬ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন তিনি।  

নাসিরের ব্যাটের পাশাপাশি হেরেছে আরিফুল হকের ব্যাটেও। কিন্তু রংপুরের অধিনায়কের আক্ষেপও রয়ে গেছে দিনশেষে। ৯৭ রানে তিনি সাজঘরে ফেরেন মাসুম খানের বলে।  

নাসির-আরিফুলের ব্যাটে ভর করে প্রথম ইনিংসে ৩৬৪ রান করেছে রংপুর। ৩ উইকেটে ১০৩ রান নিয়ে দ্বিতীয়দিন শুরু করেছিল তারা।  

দিন শেষ করার আগে খুলনা বিভাগের একটি উইকেটও তুলে নিয়েছে রংপুর। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে ৪ রান জমা করতেই ওপেনার রবিউল (০) বিদায় নেন মুকিদুলের বলে। চারদিনের ম্যাচে আগামীকাল দিন শুরু করবেন অমিত মজুমদার (০) ও ইমরুল কায়েস (৪)। তুষার ইমরানের সেঞ্চুরিতে খুলনা প্রথম ইনিংসে করে ২২১ রান।  

সংক্ষিপ্ত স্কোর

খুলনা বিভাগ ১ম ইনিংস: ২২১

রংপুর বিভাগ ১ম ইনিংস: ৩৬৪ (প্রথমদিন ১০৩/৩; দ্বিতীয়দিন: তানভীর ৩১, নাসির ৬৬, আরিফুল ৯৭, মাহমুদুল ২৫, ধীমান ৪৩, রিশাদ ১৫, সাজেদুল ২১, মুকিদুল ০*; হালিম ২৩-২-৮৮-২, মাসুম ২২.১-৪-৭৮-৪, জিয়াউর ২৩-৩-৮৬-১, রবিউল ১২-১-৪১-২)

খুলনা বিভাগ ২য় ইনিংস: ৪/১ (রবিউল ০, অমিত ০*, ইমরুল ৪*; মুকিদুল ১-০-৪-১)

ভেন্যু: ক্রিকেট গার্ডেন, রংপুর।  

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।