ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

ক্রিকেট

‘আরও শক্তিশালী দলে পরিণত হবে টাইগাররা’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৫, জুলাই ২২, ২০২১
‘আরও শক্তিশালী দলে পরিণত হবে টাইগাররা’

ঢাকা: জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

বৃহস্পতিবার (২২ জুলাই) এক বার্তায় খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন তিনি।

অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, সফরে টেস্ট ও তিন ওয়ানডে সিরিজে অপরাজিত টাইগার একাদশ টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজেও শুভ সূচনা করেছে। বর্তমান সময়ে অসাধারণ ক্রিকেট খেলছে বাংলাদেশ দল। আমরা বিশ্বাস করি, টাইগার ক্রিকেটাররা আরও শক্তিশালী দলে পরিণত হবে।  

তিনি আশাপ্রকাশ করে বলেন, সিরিজের বাকি ম্যাচেও বিজয়ের এ ধারা অব্যাহত থাকবে।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে একইভাবে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জুলাই ২২, ২০২১
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।