ঢাকা, শনিবার, ৭ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

ক্রিকেট

মাথায় আঘাত পেয়ে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে ইয়াসির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫২, নভেম্বর ২৯, ২০২১
মাথায় আঘাত পেয়ে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে ইয়াসির ছবি: উজ্জ্বল ধর

অভিষেক রাঙাতে গিয়েও ভাগ্য সহায় হলো না ইয়াসির আলী রাব্বির। মাথায় আঘাত পেয়ে অপরাজিত থেকেই ছাড়তে হয় মাঠ।

হাসপাতালে স্ক্যান করার পর অবশ্য গুরুতর কিছু ধরা পড়েনি এই ব্যাটারের। তবে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন তিনি।  

বিসিবি মিডিয়া বিভাগ সূত্রে জানা গেছে, স্ক্যানে কিছু ধরা না পড়লেও হাসপাতালেই সতর্কতামূলকভাবে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে রাব্বিকে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম টেস্টে পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদির শর্ট রাব্বির হেলমেটে আঘাত করে ৩০তম ওভারে। দ্রুতগতির বলে চোট পেয়েছিলেন বোঝা যাচ্ছিল। তবু পরের সাত বল ক্রিজেই ছিলেন তিনি। কিন্তু মাথার যন্ত্রণায় আর টিকতে না পেরে শেষ পর্যন্ত মাঠের বাইরেই চলে যেতে বাধ্য হন তিনি। রাব্বির কনকাশন সাব হিসেবে মাঠেও নামিয়ে দেওয়া হয় নুরুল হাসান সোহানকে। যিনি ব্যাট করতে নেমে ১৫ রান যোগ করে আউট হয়ে যান।

দ্বিতীয় ইনিংসে ১৫৭ রানে অলআউট হয়ে পাকিস্তানকে ২০২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। প্রতিবেদন লেখার সময় বিনা উইকেটে ৪৪ রান তোলে ফেলেছে পাকিস্তান। আবিদ আলী ২৫ ও আব্দুল্লাহ শফিক ১৯ রানে ব্যাট করছেন। জয়ের জন্য এখন পাকিস্তানের প্রয়োজন ১৫৮ রান, হাতে আছে পুরো ১০ উইকেট।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।