ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

ক্রিকেট

ভারতকে বিশাল ব্যবধানে হারিয়ে টানা জয় টাইগার যুবাদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১২, ডিসেম্বর ১, ২০২১
ভারতকে বিশাল ব্যবধানে হারিয়ে টানা জয় টাইগার যুবাদের

ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলকে হারানোর পর এবার দ্বিতীয় ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলকে এবার ১১৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের যুবারা।  

কলকাতার ইডেন গার্ডেনসে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রান্তিক নওরোজ নাবিল, মেহরব হোসেন ও ইফতেখার হোসেনের ব্যাটে ভর করে নির্ধারিত ওভার শেষে ৩০৫ রানের বিশাল সংগ্রহ পায় বাংলাদেশ।

 

এদিন ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন বাংলাদেশের ব্যাটাররা। ১০৮ বলে ১৪ চারে শতকের দেখা পান প্রান্তিক। তাছাড়া ৭৫ বলে ৫৭ রান করেন ইফতেখার আহমেদ। অপরাজিত থাকা মেহরবের ব্যাট থেকে আসে ৪৮ বলে ৭০ রানের ঝড়ো ইনিংস।  

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ভারত। দলীয় ২৯ রানে ওপেনারের বিদায়ের পর ব্যাটিং বিপর্যয়ের পড়ে তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ভারত শেষ পর্যন্ত গুটিয়ে যায় ১৯২ রানে। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন কৌশল তাম্ব। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করে আরিফুল ইসলাম। দুটি উইকেট শিকার করেন নাঈমুর রহমান নয়ন।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।