ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

রশিদ-নবিদের কোচ হয়ে বাংলাদেশে স্টুয়ার্ট ল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪১, ফেব্রুয়ারি ১৯, ২০২২
রশিদ-নবিদের কোচ হয়ে বাংলাদেশে স্টুয়ার্ট ল

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ স্টুয়ার্ট ল'কে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।  

টাইগারদের বিপক্ষে সীমিত ওভারের দুই সিরিজের জন্য রশিদ-নবিদের দায়িত্ব নিতে এরইমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছেন স্টুয়ার্ট ল।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছে এসিবি।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আফগানিস্তান দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়েন ল্যান্স ক্লুজনার। এরপর থেকেই পদটি ফাঁকা ছিল।

২০১১ বিশ্বকাপের পর বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে কাজ করেছিলেন স্টুয়ার্ট ল।  সাকিব-তামিমদের কোচ হিসেবে বেশ সফলও ছিলেন এই অস্ট্রেলীয়। তার সময়ই বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠেছিল। কিন্তু বাংলাদেশ দলের সঙ্গে নয় মাসের বেশি কাজ করেননি তিনি।

২০১৩ সালে কুইন্সল্যান্ড বুলস ও ব্রিসবেন হিটের প্রধান কোচের দায়িত্ব পালন করেন ল। এরপর ২০১৬ সালে তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের টেকনিক্যাল উপদেষ্টা হিসেবে কাজ করেন।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।