ঢাকা, সোমবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

ক্রিকেট

সাইফের অলরাউন্ড নৈপুণ্যে শেখ জামালের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৮, মার্চ ১৬, ২০২২
সাইফের অলরাউন্ড নৈপুণ্যে শেখ জামালের জয়

অলরাউন্ডার সাইফ হাসানের দারুণ নৈপুণ্যে ভর করে দারুণ জয়ে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিল) শুরু করল শেখ জামাল ধানমন্ডি ক্লাব।  

বুধবার বিকেএসপির তিন নম্বর মাঠে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ৬ উইকেটে হারিয়েছে শেখ জামাল।

খেলাঘরের দেওয়া ২২২ রানের লক্ষ্যে ১৪ বল হাতে রেখেই পৌঁছে যায় ইমরুল কায়েসের দল।

টসে হেরে ব্যাট করতে নেমে অমিত হাসানের ১০৭ রানের ওপর ভর নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২২১ রান সংগ্রহ করে খেলাঘর। অমিত ছাড়াও রান পেয়েছেন অশোক মেনারিয়া ও মাসুম খান। অশোক ৩২ ও মাসুম ৩০ রান করেন। ১০ ওভার বোলিং করে ৩০ রান দিয়ে তিনটি উইকেট শেখ জামালের সাইফ।

লক্ষ্য তাড়ায় নেমে শেখ জামালকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার সৈকত আলী ও সাইফ হাসান। উদ্বোধনী জুটিতে দুজনে করেন ১১১ রান। সৈকত ৬৩ ও সাইফ ৬২ রান করে সাজঘরে ফিরেন। তিনে নামা অধিনায়ক ইমরুল কায়েস ১৬ ও চারে নামা জহুরুল ইসলাম ৪৭ রান করেন। নুরুল হাসান (২৫) ও পারভেজ রসুল (৩) দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

খেলাঘরের পক্ষে হোসাইন আলী দুটি উইকেট নেন।  

বল হাতে তিন উইকেট ও ব্যাট হাতে ৬২ রান করা সাইফ হাসানের হাতে উঠে ম্যাচসেরার পুরস্কার।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।