ঢাকা, শনিবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

স্টেডিয়াম ‘বদলাচ্ছে’ বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৬, জুন ২১, ২০২২
স্টেডিয়াম ‘বদলাচ্ছে’ বার্সেলোনা

বার্সেলোনা আর ক্যাম্প ন্যু যেন একই সূত্রে গাঁথা। কাতালান ক্লাবটির ঘরের মাঠে কত ইতিহাসই তো রচিত হয়েছে।

তবে এক মৌসুমের জন্য প্রিয় ক্লাবকে ক্যাম্প ন্যুতে খেলতে দেখবেন না বার্সা সমর্থকরা।  
 
স্টেডিয়ামের সংস্কার কাজের জন্য ২০২৩-২৪ মৌসুমের জন্য সিটি অলিম্পিক স্টেডিয়ামকে নিজেদের হোম ভেন্যু করেছে কাতালান ক্লাবটি। দেড় বিলিয়ন ডলার খরচ করে ‘ইস্পাই প্রজেক্ট’, ক্লাব কমপ্লেক্সসহ বিভিন্ন সংস্কারের জন্য এ বছর ক্যাম্প ন্যুতে খেলবে না বার্সা।  

বার্সার আপদকালীন ঘরের মাঠ হতে যাওয়া লুইস কোম্পানিস অলিম্পিক স্টেডিয়ামটি এমনিতে এস্পানিওলের মাঠ। স্পেনের পঞ্চম বৃহত্তম মাঠও এটি। ৬০ হাজার ৭১৩ আসনের এই স্টেডিয়ামটি নির্মাণ করা ১৯৯২ সালে।  

নতুন সংস্কার কাজের পর দর্শক ধারণ ক্ষমতা বাড়বে ক্যাম্প ন্যুরও। ৯৯ হাজার থেকে বেড়ে ১ লাখ ১০ হাজার ধারণ ক্ষমতা হবে মাঠটির। এছাড়াও ছাত থেকে গরম ও ঠাণ্ডা নিয়ন্ত্রণ করার প্রযুক্তিও যোগ করা হবে।  

এর আগে নিজেদের স্টেডিয়ামের সংস্কার কাজে হাত দিয়েছিল রিয়াল মাদ্রিদও। ঐতিহাসিক সান্তিয়াগো বার্নাব্যুর বদলে হোম ম্যাচগুলো তারা আয়োজন করেছিল আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে।

বাংলাদেশ সময় : 
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।