ঢাকা, শুক্রবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩১, জুন ২৪, ২০২২
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

অ্যান্টিগায় প্রথম টেস্টে হেরে সিরিজে পিছিয়ে গেছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর লড়াই সাকিব আল হাসানের দলের।

এই ম্যাচে টস হেরে আগে ব্যাট করবে টাইগাররা।

প্রথম টেস্টে ম্যাচের শুরুতেই ছিটকে পড়েছিল বাংলাদেশ। এবার সেটি এড়াতে চান সাকিব আল হাসান। তিনি বলেছেন, ‘আমাদের ফোকাস থাকবে প্রথম দুই ঘণ্টায়। সেটা আমরা ব্যাটিং করি বা বোলিং করি। তারপর থেকে আমাদের ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে। প্রথম দুই ঘণ্টা আমরা ভালোভাবে শুরু করার চেষ্টা করব। ’

দুই টেস্টের এই সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট চ্যাম্পিয়নশিপে ৯ ম্যাচ থেকে মোটে ১৬ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের সবার শেষে আছে বাংলাদেশ। আর ৮ ম্যাচ থেকে ৪২ পয়েন্ট ছয়ে অবস্থান করছে উইন্ডিজ।

বাংলাদেশ সময় : ১৯৩৩, জুন ২৪, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।