ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

মোসাদ্দেকের তৃতীয় আঘাত, ধুঁকছে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৯, জুলাই ৩১, ২০২২
মোসাদ্দেকের তৃতীয় আঘাত, ধুঁকছে জিম্বাবুয়ে

বল ওপেন করতে এসে প্রথমেই উইকেট তুলে নেন মোসাদ্দেক হোসেন সৈকত। একই ওভারের শেষ বলে ফের উইকেটের দেখা পান এই ডানহাতি স্পিনার।

এবার নিজের দ্বিতীয় ওভারেও শিকার ধরলেন তিনি। দ্রুত ৩ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছে জিম্বাবুয়ে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১০ রান।

সিরিজ বাঁচিয়ে রাখতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। প্রথম ম্যাচে ১৭ রানে হেরেছে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে তাই জিততেই হবে নুরুল হাসান সোহানের দলকে। ওই লক্ষ্যের শুরুটা অবশ্য দারুণ হয়েছে।  

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে আজও ফিল্ডিং করছে বাংলাদেশ। প্রথম ওভারেই টাইগারদের জোড়া সাফল্য এনে দিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।  

ইনিংসের একদম প্রথম বলেই রেজিস চাকাভাকে ফেরান মোসাদ্দেক। নুরুল হাসান সোহানের বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরত যান এই ব্যাটার। মোসাদ্দেক নিজের দ্বিতীয় সাফল্য পেয়ে যান ওভারের শেষ বলে।  

৫ বলে ৪ রান করে মোসাদ্দেকের বলে মাহেদী হাসানের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরত যান ওয়েসলি মাদাভেরে। আগের ম্যাচে ফিফটি এসেছিল তার ব্যাট থেকে। এরপর নিজের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে ক্রেইগ আরভিনকে লিটন দাসের ক্যাচ বানিয়ে ফেরান মোসাদ্দেক। মাত্র ৬ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।