ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ক্রিকেট

৪ উইকেট হারিয়ে চাপে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০১, সেপ্টেম্বর ১, ২০২২
৪ উইকেট হারিয়ে চাপে শ্রীলঙ্কা

রান তাড়ায় খেলতে নেমে দারুণ শুরু করে শ্রীলঙ্কা। ৩৩ বলে ৪৫ রানের জুটি গড়েন দুই ওপেনার কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা।

ষষ্ঠ ওভারে এসে এই জুটি ভাঙেন এবাদত হোসেন। ১৯ বলে ২০ রান করে বিদায় নেন নিশাঙ্কা। একই ওভারে চারিথ আসালাঙ্কাকে (১) ফেরান এবাদত।  

তিনে ব্যাটিংয়ে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি দানুশকা গুনাথিলাকাও। এবাদতের তৃতীয় শিকার হয়ে ফেরেন ১১ রানে। পরের ওভারেই ২ রান করে আউট হন রাজাপক্ষে। তবে একপ্রান্ত আগলে রেখে ব্যাট করে যাচ্ছেন মেন্ডিস।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভারে ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৮৮ রান।  

এর আগে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

বাংলরাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।