ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ক্রিকেট

জয়ে অভ্যাস হলে চেহারা বদলে যাবে, বিশ্বাস সোহানের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৯, সেপ্টেম্বর ২২, ২০২২
জয়ে অভ্যাস হলে চেহারা বদলে যাবে, বিশ্বাস সোহানের ছবি: শোয়েব মিথুন

বিশ্বকাপ দল ঘোষণার আগে তিনদিনের প্রস্তুতি ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। কিন্তু বৃষ্টি বাধায় সেটি করা যায়নি ঠিকঠাক।

টিম ম্যানেজম্যান্টের চাওয়াতে এক সপ্তাহের ক্যাম্প করতে দলকে সংযুক্ত আরব আমিরাতে পাঠাচ্ছে বিসিবি।

এই সফরে দুইটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে বাংলাদেশ। ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের ব্যস্ততায় নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান। তার বিশ্বাস, জয় অভ্যাস হয়ে গেলেই বদলে যাবে দলের চেহারা।

তিনি বলেছেন, ‘আমরা গত কয়েকটি ম্যাচ হেরেছি, কিন্তু জয়টা অভ্যাসে পরিণত করা গেলে দলের কম্বিনেশন ও চেহারা বদলে যাবে। লক্ষ্য থাকবে যেন আমরা সে কাজটাই করতে পারি। ’

আমিরাতের বিপক্ষে ম্যাচের কার্যকারীতা নিয়ে সোহান বলেছেন, ‘বাংলাদেশের হয়ে প্রতিটি ম্যাচ খেলাই গর্বের। আমার কাছে মনে হয় বিশ্বকাপের আগে ভালো একটা প্রস্তুতি হবে। যদি আমরা জিতে আসতে পারি তবে সেই আত্মবিশ্বাস আমাদের নিউজিল্যান্ড সিরিজ ও বিশ্বকাপে কাজে দিবে। ’

সাকিবের না থাকা নিয়ে তিনি বলেন, ‘অবশ্যই সাকিব ভাইয়ের মতো একজন ক্রিকেটারকে তো সবাই সবসময় দলে চায়। কিন্তু আমার কাছে মনে হয় এটা অন্য আরেকজনের জন্য বাড়তি সুযোগ যে তার জায়গায় খেলবে, ওই ইমপ্যাক্টটা করতে হবে। ’

‘আসলে কথাতো সবসময় হয় (সাকিবের সাথে)। কিন্তু সেভাবে কথা হয়নি (বিশ্বকাপ পরিকল্পনা নিয়ে), উনিও সিপিএল নিয়ে ব্যস্ত। হয়তো নিউজিল্যান্ডে যাওয়ার পর কথা হবে। অবশ্যই লক্ষ্য থাকবে জয়ের দৌড়ে থাকা। আমরা যদি দুইটা ম্যাচই জিততে পারি সে আত্মবিশ্বাস নিউজিল্যান্ড ও বিশ্বকাপে কাজে দিবে। ’

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।