ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

ক্রিকেট

অসুস্থ বাংলাদেশের ম্যাচসেরা ক্রিকেটার

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৮, অক্টোবর ১, ২০২২
অসুস্থ বাংলাদেশের ম্যাচসেরা ক্রিকেটার ছবি: শোয়েব মিথুন

সিলেট থেকে: ম্যাচশেষে ব্রডকাস্টারদের পুরস্কার বিতরণীর পালা। উপস্থাপক তার মতো কথা বলছেন, পর্দার বাইরে অন্য দৃশ্য।

থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ৯ উইকেটে জিতেছে। ম্যাচসেরা হয়েছেন শামীমা সুলতানা।

পুরস্কার নিতে এসেই অসুস্থ হয়ে পড়েন তিনি। পুরস্কার নিতে গিয়ে রীতিমতো মাটিতে পড়েন শামীমা। তাকে সেবা করতে দেখা যায় অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে। এগিয়ে আসেন থাই অধিনায়ক চুইয়িও।

এ নিয়ে পরে জানতে চাইলে বাংলানিউজকে বিসিবি চিকিৎসক মনজুর হোসেন বলেন, ‘তেমন কিছু হয়নি। হয়তো কিছুটা ব্যাকপেইন ছিল। আমাকে ফিজিও পরে কিছু জানায়নি যেহেতু, তাহলে তেমন সিরিয়াস কিছু না। ’

থাইল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটের বড় জয়ে এশিয়া কাপ জেতে বাংলাদেশ দল। এই ম্যাচে ইনিংস উদ্বোধনে নেমে ১০ চারে ৩০ বল খেলে ৪৯ রান করেন শামীমা।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।