ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

বড় ব্যবধানে আমিরাতকে হারালো পাকিস্তান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৪, অক্টোবর ১০, ২০২২
বড় ব্যবধানে আমিরাতকে হারালো পাকিস্তান

সিলেট থেকে: শুরুতে স্কোরবোর্ডে বড় সংগ্রহ দিলো পাকিস্তান। জবাব দিতে নেমে পাল্লা দিতে পারলো না সংযুক্ত আরব আমিরাত।

শেষ পর্যন্ত তাদের হারতে হয়েছে বড় ব্যবধানে।  

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানের কাছে ৭১ রানে হেরেছে সংযুক্ত আরব আমিরাত। আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৪৫ রানের সংগ্রহ পায় পাকিস্তান। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলে ৫ উইকেটে ৭৪ রান করে আমিরাত।  

টস হেরে ব্যাট করতে নামা পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান করেন আলিয়া রিয়াজ। ৫ চার ও ৩ ছক্কায় ৩৬ বলে ৫৭ রান করেন তিনি। ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন আলিয়া। এছাড়া ৪৫ বলে ৪৩ রান করেন মুনিবা আলি। আমিরাতের পক্ষে ৪ ওভারে ২২ রান দিয়ে তিন উইকেট নেন ইশা ওঝা।

জবাব দিতে নামা আমিরাত কখনোই রানের সঙ্গে পাল্লা দিতে পারেনি। তাদের পক্ষে ১৯ বলে সর্বোচ্চ ২০ রান করেন খুশি শর্মা। ৪৩ বলে ১৮ রান করেন কাভিশা ইগোডেগ।

বাংলাদেশ সময়: ০০৩৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।