ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ক্রিকেট

ফাইনালে টস হেরে ফিল্ডিংয়ে ভারত

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৪, অক্টোবর ১৫, ২০২২
ফাইনালে টস হেরে ফিল্ডিংয়ে ভারত ছবি: শোয়েব মিথুন

সিলেট থেকে: ভারতের কাছে হেরেই টুর্নামেন্ট শুরু করেছিল শ্রীলঙ্কা। ফাইনালেও তাদের প্রতিপক্ষ একই।

এবার অবশ্য লঙ্কানরা আশাবাদী ভালো কিছু করতে। দলটির অধিনায়ক জানিয়েছেন, চাপহীন থেকে খেলতে চান তারা।  

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী এশিয়া কাপের ফাইনালে টস জিতে আগে ব্যাটিং নিয়েছে শ্রীলঙ্কা। এই ম্যাচে ফেভারিট হিসেবেই খেলতে নামবে ভারত।

এশিয়া কাপের এ নিয়ে অষ্টম আসর বসেছে; সবগুলোর ফাইনালেই খেলছে তারা। ছয়বার জিতেছে শিরোপা, একবার পারেনি তারা; সেবার জিতেছিল বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষের পরিসংখ্যানেও ভারতের জন্য আছে স্বস্তির সুবাস। ২৩ দেখার ১৭ ম্যাচেই জয় এসেছে তাদের। লঙ্কানরা শেষবার জিতেছিল এখন থেকে আরও অন্তত আট বছর আগে।  

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।