ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ আর নেই 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০০, জুলাই ৫, ২০২৩
অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ আর নেই  ...

চট্টগ্রাম: দশ ট্রাক অস্ত্র মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী হিসেবে দায়িত্ব পালনকারী সাবেক চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি), ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ আর নেই।

মঙলবার (৪ জুলাই) দিবাগত রাত পৌনে একটার দিকে নগরের লালখান বাজারের বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী অ্যাডভোকেট কাজী ছানোয়ার আহমেদ বাংলানিউজকে বলেন, অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ এর জানাজা বুধবার (৫ জুলাই) বাদ জোহর চট্টগ্রাম আদালত ভবনে ও বাদ আছর জমিয়তুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে নগরের চৈতন্যগলি কবরস্থানে তাকে দাফন করা হবে।

 

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জুলাই ৫, ২০২৩ 
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।