ঢাকা, শনিবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ডিমের দাম নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১১, আগস্ট ১৬, ২০২৩
ডিমের দাম নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা  ...

চট্টগ্রাম: ডিমের দাম নিয়ন্ত্রণে চট্টগ্রামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান পরিচালনা করেছে। এসময় ৭টি দোকানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৬ আগস্ট) সকালে নগরের আগ্রাবাদ চৌমুহনী সিডিএ মার্কেটে এ অভিযান পরিচালনা করেন তারা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহাকারী পরিচালক নাসরিন আক্তার বাংলানিউজকে বলেন, চট্টগ্রামে ডিমের পাইকারি ও খুচরা বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে মূল্য তালিকা যথাযথ সংরক্ষণ না করা, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডিম বিক্রয়ের কারণে ৭টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।