ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

‘অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনাই আবার প্রধানমন্ত্রী হবেন’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩০, নভেম্বর ১৬, ২০২৩
‘অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনাই আবার প্রধানমন্ত্রী হবেন’

চট্টগ্রাম: চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালাম বলেছেন, দেশি-বিদেশি যেকোনো অপশক্তির সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে জননেত্রী শেখ হাসিনাই আবার প্রধানমন্ত্রীর আসনে অধিষ্ঠিত হবেন। তথাকথিত আন্দোলনের নামে যারা আগুন সন্ত্রাসে লিপ্ত জনগণ তাদেরকে প্রত‍্যাখ‍্যান করবে।

 

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) হাটহাজারীতে নির্বাচন কমিশন ঘোষিত জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে ও অবৈধ হরতাল অবরোধের প্রতিবাদে এক শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।

হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ উদ‍্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।

 

এতে জেলা, উপজেলা ও ইউনিয়নের নেত বক্তব্য রাখেন। সমাবেশ শেষে মিছিলটি হাটহাজারী সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ট এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।