ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

পুকুরে ভাসমান শিশুর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৩, ডিসেম্বর ২১, ২০২৩
পুকুরে ভাসমান শিশুর মরদেহ উদ্ধার ...

চট্টগ্রাম: বাঁশখালীতে হারিয়ে যাওয়া এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভোরে স্থানীয় লোকজন বাড়ির অদূরে পুকুরে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পায়।

পরে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে।

তাহমিদ (৫) নামের ওই শিশু পুঁইছুড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো. আলমের পুত্র।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে সে হারিয়ে গিয়েছিল।

তাহমিদের ফুফা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইমরান জানান, মঙ্গলবার দুপুর থেকে তাহমিদ নিখোঁজ ছিল। দুইদিন পর বৃহস্পতিবার ভোরে পুকুরে মৃত ও রক্তাক্ত অবস্থায় তাকে ভাসতে দেখে স্থানীয়রা। ধারণা করছি, গত রাতে হত্যা করে তাকে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।