ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

নগরে ১৭ জুয়াড়ি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫১, জানুয়ারি ২৫, ২০২৪
নগরে ১৭ জুয়াড়ি গ্রেফতার ...

চট্টগ্রাম: নগরের আসাদগঞ্জে জুয়া খেলার সময় ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২ বান্ডিল তাস ও ৫ হাজার ২৪০ টাকা উদ্ধার করা হয়।

বুধবার (২৪ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে শুটকিপট্টি এলাকার একটি ভবনের ৩য় তলা থেকে তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতারকৃতরা হলো- মো. হারুন (৪৭), মো. রফিক (৬০), মো. মহিউদ্দিন (৩০), মো. রুবেল (২৮), জাকির হোসেন (৪০), আবুল হোসেন (৬০), মো. সোলেমান (৪২), মো. নুরুল ইসলাম (২৪), মো. মানিক (২৫), মো. বেলাল হোসেন (২৫), মো. ইউসুফ (৩৪), মো. জাফর (৩৯), মো. জসিম (৪৪), নুরনবী (৩৭), জুয়েল (৩৩), মো. এবাদুল (৩৫) ও মো. খালেদ মোর্শেদ (৪৫)।

কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন বড়ুয়া জানান, আসাদগঞ্জ শুটকিপট্টি এলাকায় একটি বাড়ির তৃতীয় তলায় বসে জুয়া খেলার সময় ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে তাস ও টাকা উদ্ধার করা হয়। তাদেরকে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।