ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বৈদ্যুতিক তারে ঝলসে নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৮, জানুয়ারি ২৯, ২০২৪
বৈদ্যুতিক তারে ঝলসে নারীর মৃত্যু ...

চট্টগ্রাম: নগরের ইপিজেড থানা এলাকায় বৈদ্যুতিক খুঁটি থেকে বেলুন নিতে গিয়ে সঞ্চালনবাহী উচ্চ ভোল্টের বৈদ্যুতিক তারে ঝলসে সুরফা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে দক্ষিণ হালিশহর ওয়ার্ডের নারিকেল তলা এলাকায় এ ঘটনা ঘটে।

 

সুরফা বেগম নেত্রকোনা জেলার মদন উপজেলার রতনপুর এলাকার মাসুদ মিয়ার স্ত্রী।

ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হোছাইন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়।

পরে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।