ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

১০ তলা ভবন থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০০, জানুয়ারি ২৯, ২০২৪
১০ তলা ভবন থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরে চকবাজারে দশতলা ভবন থেকে পড়ে মোনাম সামাদ তাহমীন (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।  

সোমবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চন্দনপুরা পশ্চিম গলি ‘নেপচুন টাওয়ারে’এ দুর্ঘটনা ঘটে।

 

মোনাম সামাদ তাহমীন মাদারবাড়ি সিটি গালর্স হাইস্কুলে নবম শ্রেণির ছাত্রী। তার বাবার নাম হায়দার আলী।

 

চকবাজার থানার উপ পরিদর্শক (এসআই) মো. শফিউল্লাহ বাংলানিউজকে  বলেন, চন্দনপুরা এলাকায় ১০ তলা একটি ভবন থেকে পড়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আত্মহত্যা করেছে কিনা বা অসতর্কতাবশত পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তা তদন্তে জানা যাবে। পুলিশ সুরতহাল শেষ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।