ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের হত্যা মামলার আসামি ময়মনসিংহ থেকে গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২১, জানুয়ারি ২৯, ২০২৪
চট্টগ্রামের হত্যা মামলার আসামি ময়মনসিংহ থেকে গ্রেপ্তার

চট্টগ্রাম: নগরের বায়েজিদ বোস্তামী থানার আইয়ুব আলী হত্যা মামলার আসামি মো. সাহেদ আলম প্রকাশ সাহেদ মিয়াকে (৩৭) ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।  

গ্রেপ্তার সাহেদ আলম, একই থানার আতুরার ডিপো কামরাবাদ নজির ড্রাইভার বাড়ীর মো. আনোয়ারের ছেলে।

 

পুলিশে জানায়, সাহেদ আলম জায়গা সম্পত্তির বিরোধের জেরে গত ৮ জানুয়ারি নগরের কামরাবাদ আতুরার ডিপো নজির ড্রাইভারের বাড়ির মো. আইয়ুব আলীকে দোকানের ভিতর মারধর এবং  পেটে ও বুকের বাম পাশে ছুরিকাঘাতে মৃত্যু নিশ্চিত করে। পরে আইয়ুব আলীর মরদেহকে দোকানের ভিতরে রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বাংলানিউজকে বলেন, আইয়ুব আলীকে হত্যার করার পর থেকে আসামি সাহেদ আলম আত্মগোপনে চলে যায়। তথ্য প্রযুক্তি সহায়তায় জানতে পারি আসামি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানা এলাকায় আত্মগোপনে রয়েছে। রোববার বিকেল পৌনে পাঁচঁটার মুক্তাগাছা থানার মহারাজা রোডস স্বর্ণপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  

তিনি আরও বলেন, সাহেদ জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তার বাবা ও ভাইকে মারধর করায় আইয়ুব আলীকে মারধর ও ছুরিকাঘাত করে। পরে গ্রেফতার এড়াতে ঢাকা ও ময়মনসিংহ জেলায় বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিলেন।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।