ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

৩৩ বছর আগের হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৬, জানুয়ারি ২৯, ২০২৪
৩৩ বছর আগের হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড প্রতীকী ছবি

চট্টগ্রাম: আনোয়ারা থানার ৩৩ বছর আগের হত্যা মামলায় ২ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।  

সোমবার (২৯ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী এই রায় দেন।

 

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, মো.ওছমান ও নুরুজ্জামান।  

মামলার নথি থেকে জানা যায়, আনোয়ারা থানার গহিরা গ্রামের হাড়িপাড়ায় ১৯৯১ সালের ২৪ জুন ঘরের ভেতর ঢুকে আজিজুর রহমানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

এই ঘটনায় নিহতের ভাই আবদুল নবী বাদী হয়ে আনোয়ারা থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করলে ১৯৯৩ সালের ১০ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত।  

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি অশোক কুমার দাশ বলেন, ৯ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. ওছমান ও নুরুজ্জামানকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় দুই আসামি পলাতক ছিলেন। পরে আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।  

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।