ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে ২ বাড়ি-দোকানে হাতির তাণ্ডব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৫, জানুয়ারি ৩০, ২০২৪
বাঁশখালীতে ২ বাড়ি-দোকানে হাতির তাণ্ডব ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের বাণীগ্রামে দুইটি বাড়ি ও দোকানে তাণ্ডব চালিয়েছে হাতির দল।

সোমবার (২৯ জানুয়ারি) দিবাগত রাতে বাণীগ্রামের ৪নং ওয়ার্ডে হাতির দল এ তাণ্ডব চালায়।

সাধনপুর ইউনিয়নের ৪ নং ওর্য়াডের ইউপি সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, হাতির তাণ্ডবে সাধনপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেডিকেল সড়কের পাশে আহমদ সদাগরের বাড়ি সম্পূর্ণ ভেঙে গেছে। আর বাণীগ্রাম বাজারের পূর্ব পাশে প্রকাশ রঞ্জন চৌধুরীর বাড়ির মূল পাকা বাড়িতে অনেক চেষ্টা করেও ঢুকতে পারেনি।

তবে দরজাগুলো নষ্ট করে ফেলেছে ।

এছাড়া প্রবীণ চৌধুরী ও পীযূষ চৌধুরীর বাড়িও আংশিক এবং বাণীগ্রাম বাজারে দিলীপ কুমার রায় মার্কেটে আফসার সওদাগরের চাউলের দোকান ক্ষতিগ্রস্ত সহ ক্ষেত খামার নষ্ট করেছে।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।