ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে মদসহ বিক্রেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৬, ফেব্রুয়ারি ১, ২০২৪
বোয়ালখালীতে মদসহ বিক্রেতা গ্রেফতার ...

চট্টগ্রাম: বোয়ালখালীর পশ্চিম খিতাপচর গ্রামে চোলাই মদসহ এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার আনোয়ার ছফা প্রকাশ তোতা মিয়া (৫৫) উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম খিতাপচর গ্রামের নুর নবীর ছেলে।

 

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আছহাব উদ্দিন জানান, বুধবার দিবাগত রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পশ্চিম খিতাপচর গ্রামের রেল লাইনের ওপর মদ বিক্রির সময় তোতাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে প্লাস্টিক ব্যাগে থাকা ১০ লিটার মদ জব্দ করা হয়।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি জানান, বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে তোতাকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।