ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ইম্পেরিয়াল হাসপাতালের ৮৪৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, থানায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩২, ফেব্রুয়ারি ১৬, ২০২৪
ইম্পেরিয়াল হাসপাতালের ৮৪৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, থানায় মামলা

চট্টগ্রাম: ইম্পেরিয়াল হাসপাতালের ৮৪৯ কোটি ৮৩ লাখ প্রতারণামূলক আত্মসাতের অভিযোগে চিটাগাং আই ইনফার্মারি অ্যান্ড ট্রেনিং কমপ্লেক্স ট্রাস্টের (সিইআইটিসি) ম্যানেজিং ট্রাস্টি প্রফেসর ডা. রবিউল হোসাইন ও তিন ট্রাস্টির বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সিইআইটিসির চেয়ারম্যান এম এ মালেক বাদী হয়ে নগরের খুলশী থানায় মামলাটি দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন একই প্রতিষ্ঠানের তিন ট্রাস্টি মো, মোস্তাফিজুর রহমান (৭০), মো. জাহাঙ্গীর আলম খান (৮০), কাজী মো. অহিদুল আলম (৬৬)।

মামলায় আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে বিপুল অর্থ আত্মসাৎ করার অভিযোগের পাশাপাশি ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য নানা ভুয়া সভা করে মিথ্যা রেজুলেশন তৈরিসহ প্রতারণার অভিযোগ আনা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা খুলশী থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আবছার বাংলানিউজকে বলেন, বিপুল পরিমাণ অর্থ প্রতারণামূলকভাবে আত্মসাতের অভিযোগে বৃহস্পতিবার মামলাটি করা হয়েছে। আজ (শুক্রবার) থেকে মামলার তদন্ত শুরু করেছি।

প্রসঙ্গত, প্রফেসর ডা. রবিউল হোসাইন সিইআইটিসির ম্যানেজিং ট্রাস্টি হিসেবে ইম্পেরিয়াল হসপিটাল লিমিটেডের (আইএইচএল) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। নিয়মানুযায়ী সিইআইটিসির আর্টিকেলস্ অব অ্যাসোসিয়েশন মতে কোম্পানির বোর্ড অব ডাইরেক্টর্সের ৫১ শতাংশ ডাইরেক্টর্স চিটাগাং আই ইনফার্মারি অ্যান্ড ট্রেনিং কমপ্লেক্স ট্রাস্ট (সিইআইটিসি) হতে মনোনীতদের মধ্য থেকে নির্বাচিত হয়ে থাকে।  

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।