ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

রোটারী ক্লাবের উদ্যোগে অসহায়দের ইফতার সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৭, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
রোটারী ক্লাবের উদ্যোগে অসহায়দের ইফতার সামগ্রী বিতরণ

চট্টগ্রাম: রোটারী ক্লাব অব চিটাগং সুগন্ধা এবং রোটারেক্ট ক্লাব অব চিটাগং সুগন্ধা এর উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।  

শনিবার (১৭ ফেব্রুয়ারি) নগরের চেরাগী পাহাড় এলাকায় সংগঠনটির কার্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়।

 

রোটারি ক্লাব অব চিটাগাং সুগন্ধার সভাপতি মরিয়ম ইসলাম লিজার সভাপতিত্বে ও  প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবু হাসনাত চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সফল সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

এতে আরও উপস্থিত ছিলেন ২১ নং জামাল খান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, পিপি ফারহানা হাসনাত, রোটারিয়ান সিপি মো শাহজাহান সাবেক জেলা সচিব,  শিল্পী মো. নজরুল  ইসলাম নান্টু, সাবেক ডিস্ট্রিক্ট সার্জেন আর্মস, রোটারেক্ট ক্লাব অব চিটাগং সুগন্ধার সভাপতি ইফতেখার ইনান, পিপি মোহাম্মদ জাবেদুল ইসলাম চীফ সার্জেন্ট আর্মস সুমাইয়া জান্নাত জ্যোতি, সদস্য হামেদ রেজা, হামেদ রাজা  সামিরা আফসা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।