ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ফ্ল্যাটের বাথরুমে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৯, এপ্রিল ৪, ২০২৪
ফ্ল্যাটের বাথরুমে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের বায়েজিদ বোস্তামী থানার হাজিরপুল এলাকায় একটি ফ্ল্যাট থেকে মো. জুনায়েদ হোসেন সিজার (২১) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) রাতে ডা. রফিকের মালিকানাধীন একটি ভবনের চতুর্থ তলার এক বাসার বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মো. জুনায়েদ হোসেন সিজার, মীরসরাই উপজেলার ওসমানপুর গ্রামের আবু জাফরের ছেলে। তিনি পটিয়া মাদরাসার হিফজ বিভাগের সাবেক শিক্ষার্থী।

পুলিশ জানিয়েছে, বাসাটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। সেখানে যারা ভাড়া থাকেন, তারা সবাই পলাতক। ধারণা করা হচ্ছে, যুবককে খুন করে তারা পালিয়ে গেছেন। তবে কীভাবে খুন করা হয়েছে সেটি নিশ্চিত হতে পারেনি পুলিশ।
যে ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার হয়েছে, সেটার পাশেই তার বাসা।  

বায়েজিদ বোস্তামি থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় কুমার সিনহা জানান, ফ্ল্যাটের বাথরুম থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়েছে। কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। স্বাভাবিক মৃত্যু নাকি হত্যা সেটা ময়নাতদন্ত করলে জানা যাবে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।