ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

খুলশীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল একজনের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৩, সেপ্টেম্বর ১, ২০২৪
খুলশীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল একজনের ...

চট্টগ্রাম: নগরের খুলশী থানাধীন টেকনিক্যাল মোড় এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

রোববার (১ সেপ্টেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

মৃত্যুবরণকারী সাদমান ছামিদুর রহমান (১৭) ষোলশহর আল মাদানি সড়কের ওবায়দুর রহমানের ছেলে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বলেন, ভোরে টেকনিক্যাল মোড়ে এ দুর্ঘটনার ভিডিও ফুটেজ পেয়েছি।

এতে দেখা গেছে, একটি কাভার্ড ভ্যানের সামনে ওই ব্যক্তি লাফ দেয়। কাভার্ড ভ্যানটি তাকে টেনে কিছু দূরে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, সে আত্মহত্যা করেছে।  
 
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।