ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মুক্তিযুদ্ধকে জনগণের সম্পদে পরিণত করতে হবে: ড. জিয়াউদ্দিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৩, ডিসেম্বর ১৭, ২০২৪
মুক্তিযুদ্ধকে জনগণের সম্পদে পরিণত করতে হবে: ড. জিয়াউদ্দিন বক্তব্য দেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন।

চট্টগ্রাম: মুক্তিযুদ্ধকে বিশেষ শ্রেণি গোষ্ঠীর কবল থেকে মুক্ত করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে জনগণের সম্পদে পরিণত করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন।  

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) নগরের সার্কিট হাউসে চট্টগ্রাম হানাদার মুক্ত দিবসে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 


বিভাগীয় কমিশনার বলেন, চট্টগ্রাম স্বাধীনতা যুদ্ধের অন্যতম সূতিকাগার, এখানে মুক্তিযোদ্ধাদের অনেক স্মরণীয় কীর্তি ও বীরত্ব গাথা রয়েছে। ১৯৭১ সালে যুদ্ধ সংগঠিত হয়েছিল বৈষম্য ও অন্যায় অবিচারের বিরুদ্ধে।

সর্বস্তরের জনসাধারণ সেই যুদ্ধে অংশ নিয়েছিরেন। সবার স্বপ্ন ছিল বৈষম্যহীন একটি মুক্ত স্বাধীন দেশ বিনির্মাণ করা। কাঙ্ক্ষিত সেই স্বপ্ন আমরা পূরণ করতে পারিনি বলেই আমাদের মুক্তির পথে অনেক বাধা এসেছে। একাত্তরের মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় আবারও একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা ও জনগণের সার্বিক অর্থনৈতিক মুক্তির লক্ষ্যেই ২০২৪ এর ৫ আগস্ট গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। এ অভ্যুত্থানকে সফল করতে ঐক্যবদ্ধ থাকতে হবে।

জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মো. নোমান হোসেন, জেলা পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এএনএম ওয়াসিম ফিরোজ, মুক্তিযোদ্ধা মো. মোস্তফা কামাল। বিশেষ আলোচক ছিলেন ফজল বারিক। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাদিউর রহিম জাদিদ প্রমুখ।

এর আগে সার্কিট হাউস চত্বরে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।