ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মেধাশক্তি বদলে দিতে পারে পৃথিবীকে: প্রফেসর আওরঙ্গজেব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৬, মে ১৫, ২০২৫
মেধাশক্তি বদলে দিতে পারে পৃথিবীকে: প্রফেসর আওরঙ্গজেব ...

চট্টগ্রাম: বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর হাল্ট প্রাইজের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হাল্ট প্রাইজ বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ক্যাম্পাস ডিরেক্টর সায়েম মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম আওরঙ্গজেব, অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইনচার্জ ড. এস.এম শোয়েভ, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের হাল্ট প্রাইজের উপদেষ্টা ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, ডেল্টা ইমিগ্রেশান এর ম্যানেজার সৈয়দ মোহাম্মদ, রবি আজিয়াটা এর শামীম আব্দুল্লাহ, এসপিয়ার লিমিটেড ও কানেক্ট এর অপারেশান কনসালটেন্ট মোহাম্মদ নাজমুছ সাকিব, ডেকোজিন এর ফাউন্ডার মেম্বার মোহাম্মদ ইসতিয়াক মইনুদ্দিন।

 

সায়মা সিদ্দিকার স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর হাল্ট প্রাইজের উপদেষ্টা ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক উম্মে সালমা হক ও উপদেষ্টা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক তিশা সাহা।  

প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড.এ.এফ.এম আওরঙ্গজেব বলেন, বিশ্বায়নের এই যুগে প্রতিনিয়ত পৃথিবীতে বিভিন্ন আইডিয়া সহভাগিতার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি সাধিত হচ্ছে।

আপনার মেধাশক্তি এবং নতুন উদ্ভাবনী আইডিয়ার মাধ্যমে সমাজ-দেশ-পৃথিবীকে বদলে দিতে পারে। এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা তাদের মেধার বিকাশ ঘটাতে পারবে। একজন উদ্যোক্তা হতে হলে বিভিন্ন আইডিয়া থাকতে হবে, তাহলেই একজন ভালো উদ্যোক্তা হতে পারবে। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা এই হাল্ট প্রাইজের সকল স্তরে নিজেদের মেধার স্বাক্ষর রেখে নিজের এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করুক। প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদের অভিনন্দন।

প্রতিযোগিতায় টিম ব্রিজ ইনোভের্টস (সানজিদা আলম, সৈয়দ মো. আবু সালেহ, মো. মেরাজ, নাঈমা সুলতানা) চ্যাম্পিয়ন, টিম ফোর ডাইর্ষ্টাস (মো. বদরুল আলম আবিদ, যিশু পাল, আতিফ আনাফ, মো. আরিফুল ইসলাম) প্রথম রানার আপ ও টিম রোষ্টাসিন (তৌহিদুল আলম সায়িম, তিব্র পাল) দ্বিতীয় রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন লাব্বি আহসান, জান্নাতুল ফেরদৌস মোহনা ও তাসপিয়া ইসলাম।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, মে ১৫, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।