ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে ২০ সেপ্টেম্বর হরতালের ডাক দিলো বামফ্রন্ট

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৫, সেপ্টেম্বর ১৬, ২০১২

কলকাতা: ভারতে ডিজেলের মূল্য বৃদ্ধি, রান্নার গ্যাসের ভর্তুকি কমানো, খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগে সিদ্ধান্তের প্রতিবাদে পশ্চিমবঙ্গে ১২ ঘণ্টার হরতালের ডাক দিল রাজ্য বামফ্রন্ট।

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু রোববার কলকাতার সিপিএমের রাজ্য কার্যালয় আলিমুদ্দিন স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে এই হরতালের ঘোষণা দেন।

তিনি বলেন,“ কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ”

২০ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই হরতাল পালিত হবে বলে ঘোষণা দেন তিনি।

এদিকে একই ইস্যুতে ২০ সেপ্টেম্বর ভারত জুড়ে হরতালের ডাক দিয়েছে বিরোধী জোট এনডিএ। বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি শনিবার এ ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১২
আরডি/ সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।