ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতীয় রেলে শীতাতপ শ্রেণির ভাড়া বাড়ছে

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৬, সেপ্টেম্বর ২৭, ২০১২

নয়াদিল্লি: দীর্ঘ সময় পর ভারতীয় রেলের ভাড়া বাড়ছে ১ অক্টোবর থেকে। শীতাতপ প্রথম শ্রেণি, দ্বিতীয় শ্রেণি, তৃতীয় শ্রেণির ভাড়া বাড়ছে।

একই সঙ্গে এক্সিকিউটিভ ক্লাসেরও ভাড়া বাড়বে।

ভারতীয় রেল সূত্রে বৃহম্পতিবার জানা গেছে, এই ভাড়া বৃদ্ধির হার ৩ দশমিক ৭৮ শতাংশ হবে। এব্যাপারে এদিনই বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। পরিষেবা কর ও পণ্য পরিষেবা কর বৃদ্ধির জন্যই রেলের ভাড়া বাড়ানো হল।

উল্লেখ্য, সম্প্রতি আগেই রেলমন্ত্রী পদ থেকে সড়ে দাঁড়ান তৃণমূলের মুকুল রায়। এরপর নতুন রেলমন্ত্রী হন পি সি যোশী। তিনি প্রথমেই জানান যাত্রী স্বাচ্ছন্দ্য ও যাত্রী সুরক্ষার দিকে লক্ষ্য রাখবেন। তাই তিনি করে দেখালেন।

১৬ বছর পরে রেলমন্ত্রক কংগ্রেসের হাতে এল। এর ফলে সংস্কারের দিকে কংগ্রেস এগোতে পারবে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১২
আরডি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।