ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরার শিক্ষক কর্মচারীদের উৎসব অনুদান বাড়ানোর সিদ্ধান্ত

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৯, সেপ্টেম্বর ২৭, ২০১২

আগরতলা (ত্রিপুরা): শিক্ষক কর্মচারীদের উৎসব অনুদান বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কর্মচারীদের উৎসব অনুদান পাঁচশো টাকা থেকে বাড়িয়ে সাতশো টাকা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিভিন্ন শিক্ষক কর্মচারী সংগঠন। তবে বিরোধীরা বলেছে এটা ভোটের চমক।

প্রতি বছর রাজ্য সরকারি শিক্ষক কর্মচারীদের উৎসব অনুদান হিসাবে পাঁচশো টাকা দেয়া হয়। এই উৎসব অনুদান সরকারকে ফেরত দিতে হয় না। এবছর কর্মচারীরা সাতশো টাকা করে অনুদান পাবেন।

তাছাড়া উৎসব উপলক্ষে অগ্রিম হিসাবে দেয়া হয় দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা। কর্মচারীদের স্তর বিন্যাসে অগ্রিমের টাকা হেরফের হয়। এবার শিক্ষক কর্মচারীদের সব স্তরেই অগ্রিমের পরিমাণ এক হাজার টাকা করে বাড়িয়েছে রাজ্য সরকার। বাড়ানো হয়েছে অগ্রিম ফেরত দেবার কিস্তির সংখ্যাও।

রাজ্যের শিক্ষক কর্মচারীরা উৎসব অনুদান এবং অগ্রিম বাড়ানোর দাবি জানিয়েছিল সরকারের কাছে। রাজ্য সরকার তাদের দাবির প্রতি সহানুভূতিশীল হয়ে সিদ্ধান্ত নিয়েছে।

বিরোধীরা বলছে, প্রায় পৌনে দুই লাখ কর্মচারী ভোট টানতেই সরকার এই সব সিদ্ধান্ত নিচ্ছে। যেখানে সরকার কর্মচারীদের অনেক ন্যায্য দাবি দাওয়া পূর্ণ করেনি সেখানে সামান্য উৎসব অনুদান বৃদ্ধি আসলে ভোটের দিকে লক্ষ্য রেখেই।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১২
এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।