ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

আর্থিক সংস্কারের নামে লুট চলছে : ফেসবুকে মমতা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩০, সেপ্টেম্বর ৩০, ২০১২

কলকাতা: আর্থিক সংস্কারের নামে লুট চলছে বলে শনিবার ফেসবুকে ফের ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এদিন তিনি ফেসবুকে লেখেন,  “জনগণের উন্নয়নই সংস্কার৷ কিন্তু আজকাল যে কোনও জনবিরোধী সিদ্ধান্তকে সংস্কার বলে চালানোটাই রীতি হয়ে দাঁড়িয়েছে৷ ‘আম আদমি’ আর সংস্কারের নামে লুঠ চলছে, লুট৷”

আর্থিক সংস্কারের  প্রতিবাদে সোমবারই নয়াদিল্লির যন্তরমন্তরে মমতার নেতৃত্বে প্রতিবাদ অবস্থানে বসছে তৃণমূল।

শনিবার রাতেই নয়াদিল্লি পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী ৷বিমান ধরার আগে  এদিন ফেসবুকে মন্তব্য করেন তিনি।

এদিকে, মমতার প্রস্তাবিত প্রতিবাদ অবস্থানকে তীব্র কটাক্ষ করেছেন কংগ্রেসের হেভিওয়েট সাংসদ অধীর চৌধুরী।

এদিন তিনি বলেন, “রাজ্য ছেড়ে সর্বভারতীয় নেত্রী হতে চাইছেন মমতা। তবে কংগ্রেস কিছুতেই তাকে রাজনৈতিক ফায়দা তুলতে দেবে না।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১২
আরডি/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।