ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

এফডিআই চালুর দাবিতে মমতাকে চাপে ফেলতে হরতালের হুমকি

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১০, অক্টোবর ২, ২০১২

কলকাতা: খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ(এফডিআই) ইস্যুতে মুখোমুখি অবস্থানের কংগ্রেস আর তৃণমূল।

দিল্লিতে খোদ কংগ্রেসের দুর্গে গিয়ে মমতা ব্যানার্জি যখন সুর চড়ালেন, তখন মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে হাজরা মোড়ে এফডিআই চালুর দাবিতে রাজ্যে হরতাল ডাকার হুমকি দিল কংগ্রেস।



সোমবার এফডিআই এর সমর্থনে কংগ্রেসের পক্ষ থেকে বিড়লা তারামণ্ডল থেকে হাজরা মোড় অবধি পদযাত্রার পর হয় সমাবেশ। সেখান থেকেই রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ান কংগ্রেস নেতারা। আসার কথা থাকলেও পদযাত্রায় আসতে পারেননি কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী আনন্দ শর্মা । তবে হাজির ছিলেন প্রদেশ কংগ্রেসের প্রায় সব নেতাই।

রাজ্য সরকার তথা তৃণমূলের উপর চাপ বাড়াতে আন্দোলনের মাত্রা উত্তরোত্তর বাড়ানোর ইঙ্গিতও দিলেন তারা । এ রাজ্যে এফডিআই ছাড়পত্রের দাবিতে প্রয়োজনে হরতাল ডাকা হতে পারে বলেও হুমকি দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য।

তিনি  বলেন, আগামী বুধবারই ঘোষণা করবেন আন্দোলনের কর্মসূচি । এ রাজ্যে কম্পিউটারের বিরোধিতা করে যে ভুল করেছিল বামেরা, এফডিআই চাই না বলে সেই রাস্তায়ই হাঁটছে তৃণমূল।

বাংলাদেশ সময়: ০২০৪ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১২
আরডি/সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।