ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় ২৯ হাজার বোতল ফেনসিডিল জব্দ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৯, অক্টোবর ৪, ২০১২

আগরতলা (ত্রিপুরা): আগরতলা হয়ে বাংলাদেশ পাচারের জন্য নিয়ে আসা বিপুল পরিমাণ ফেনসিডিল জব্দ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

গত বুধবার দিনগত রাতে বিএসএফ প্রায় ২৯ হাজার বোতল ফেনসিডিল আটক করে, যার বাজারমূল্য প্রায় ২২ লাখ রুপি বলে ধারণা করা হচ্ছে।



বৃহস্পতিবার বিএসএফের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জওয়ানরা পানিসাগর রেলস্টেশন এলাকা থেকে ট্রাকভর্তি ফেনসিডিলগুলো উদ্ধার করে। আসাম দিয়ে ত্রিপুরায় প্রবেশের মুখে প্রথম রেলস্টেশন পানিসাগর।

এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ট্রাকের চালককে আটক করেছে বিএসএফ। আটক ট্রাকের লাইসেন্স নং টিআর ০১ এন- ১৭৬১। চালকের নাম মনোজ দাস, বাড়ি আগরতলা চন্দ্রপুর।

বিবৃতিতে আরো জানানো হয়, গৌহাটি থেকে আলু ও পেঁয়াজ নিয়ে আসা আগরতলাগামী ট্রাকটি থেকে ২৮ হাজার ৯০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য ২১ লাখ ৭৩ হাজার ৮০০ রুপি। বর্তমানে ফেনসিডিলসহ ট্রাকটি বিএসএফের হেডকোয়ার্টারে রয়েছে।

জিজ্ঞাসাবাদে ট্রাকচালক জানিয়েছেন, ফেনসিডিলগুলো আগরতলার এক ব্যবসায়ীর কাছে নেওয়া হচ্ছিল। পরে সেগুলো বাংলাদেশে পাচার করার কথা ছিল।

উল্লেখ্য, কয়েক মাসে মাসে কোটি টাকার বেশি ফেনসিডিল আটক করে বিএসএফ।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।