ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

বিরোধিতা সত্ত্বেও ইউপিএ সরকারকে সমর্থন মায়াবতীর

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪১, অক্টোবর ১০, ২০১২

নয়াদিল্লি: ভারতে খুচরা ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রশ্নে বিরোধিতা থাকা সত্ত্বেও আপাতত ইউপিএ-২ সরকারের পাশেই থাকছে উত্তরপ্রদেশের বহুজন সমাজ পার্টি (বিএসপি)। বুধবার জানিয়েছেন দলটির প্রধান কুমারী মায়াবতী।

তৃণমূল সমর্থন তুলে নিলেও এই
এদিন লক্ষৌতে বিএসপির কর্মসমিতির বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে উত্তরপ্রদেশের সাবেক এই মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারকে সমর্থনের বিষয়ে বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে দল এবিষয়ে তাকেই দায়িত্ব দিয়েছে। পরিস্থিতি বিবেচনা করে খুব শিগগিরি সিদ্ধান্ত জানাবেন।

তিনি জানান, সরকারের অর্থনৈতিক সংস্কার দরিদ্রদের ওপর বোঝা হয়ে দাঁড়াচ্ছে। সরকার মুদ্রাস্ফীতি কমাতে কোনো ব্যবস্থা নিচ্ছে না। কেন্দ্রীয় সরকারের অধিকাংশ নীতিই জনবিরোধী। এইসব জনবিরোধী নীতির তিনি বিরুদ্ধে।

তিনি আরও বলেন, কেন্দ্রে অনিশ্চয়তা দেখা দেওয়ায় লোকসভা ভোট এগিয়ে আসতে পারে। তাই প্রস্তুত রয়েছে বিএসপি। কেন্দ্রে জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে নামবে বিএসপি।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১২
আরডি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।