ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

জঙ্গলমহলে সিপিএম নেতার বাড়িতে হামলা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৩, অক্টোবর ১২, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের গড়বেতার গিলাবনিতে শুক্রবার সিপিএমের লোকাল কমিটির সম্পাদকের বাড়িতে দুষ্কৃতীর হামলায় গুরুতর আহত হয়েছেন ২ নারী ।

সিপিএমের অভিযোগ, এদিন সকালে সিপিএমের গিলাবনির লোকাল কমিটির সম্পাদক কিরিটি হাজরার বাড়িতে হামলা চালায় তৃণমূল সমর্থকরা ।

এই হামলায় গুলিবিদ্ধ হন তার ভাইয়ের স্ত্রী । ঘটনাস্থলে উপস্থিত বড় ভাইয়ের স্ত্রীর কান ছিঁড়ে নেওয়া হয় ।

আহত দু’জনকে গড়বেতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে গড়বেতা থানার বিশাল পুলিশ বাহিনী।

উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বৃহস্পতিবার একদা দুর্ভেদ্য দুর্গ হিসেবে পরিচিত পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় মিছিল করে সিপিএম।

বাংলাদেশ সময় : ১৯০৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১২
আরডি/ সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  
kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।