ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

সাংবাদিকদের একাংশের যোগ্যতা নিয়ে প্রশ্ন মমতার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৮, অক্টোবর ১৬, ২০১২

কলকাতা: ফের রাজ্যের সংবাদমাধ্যম কড়া সমলোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ৷এবার সাংবাদিকদের একাংশের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন তিনি।

সোমবার কলকাতার নজরুল মঞ্চে দলীয় মুখপত্র জাগো বাংলার শারদীয়া সংখ্যার আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি বললেন, খবরকে অতিরঞ্জিত করে এমন ভাবে দেখানো হচ্ছে যেন বাংলা ধর্ষণের মাটি৷

সম্প্রতি একের পর এক ধর্ষণের ঘটনায় সংবাদমাধ্যমের সমালোচনার মুখে পড়েছে রাজ্য সরকার৷

এদিন মুখ্যমন্ত্রী সাংবাদিকতার সংজ্ঞা কী? কীভাবে কাজ করবে সংবাদমাধ্যম? এই পরামর্শ দেওয়ার পাশাপাশি এদিন সাংবাদিকদের একাংশের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন৷

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১২
আরডি/সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।