ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

টাকির ইছামতিতে প্রতিমা বির্সজন প্রস্তুতি প্রশাসনের

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৫, অক্টোবর ১৮, ২০১২

কলকাতা : পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার বাংলাদেশ সীমান্তের টাকির ইছামতি নদীতে বিজয়া দশমীর দিন দুর্গা পুজোর প্রতিমা বির্সজন নিয়ে প্রস্তুতি শুরু করছে স্থানীয় প্রশাসন ।

বাংলাদেশের সাতক্ষীরা ও টাকি শহরের প্রতিমা বিসর্জনের সময় সুষ্ঠ‍ু পরিবেশ বজায় রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

এই জন্য একপ্রস্থ মহড়াও সেরে নিয়েছে বিএসএফ ও পুলিশ।

টাকি নাগরিক কমিটির সদস্য পতিত মন্ডল বৃহস্পতিবার বাংলানিউজকে বলেন, বিজিবি`র সাথে এই বিষয়ে ইতোমধ্যেই ফ্ল্যাগ মিটিং করেছে বিএসএফ।

প্রতিবছরের মতো এবারেও এই দিনটিতে দুইদেশের প্রতিমা বির্সজনের জন্য প্রচলিত রীতি অনুসারে জলসীমা খুলে দেওয়া হবে। নদীতে মাইক নিয়ে প্রচারে থাকবে স্থানীয় প্রশাসন ও নাগরিক কমিটির সদস্যরা।

ইছামতি নদীর জলসীমা পার হতে দেওয়া হবে বাংলাদেশ থেকে আগত প্রতিমাবাহী নৌকাগুলোকে।

বাংলাদেশ সময় : ১৭০৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১২
আরডি/সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  
kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।