ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় একগুচ্ছ পূজা উদ্বোধনে মমতা, সৌরভ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৪, অক্টোবর ২০, ২০১২
কলকাতায় একগুচ্ছ পূজা উদ্বোধনে মমতা, সৌরভ

কলকাতা: বলিউড তারকাদের পাশাপাশি কলকাতায় এবারের পূজায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ব্যাপক চাহিদা। সার্বজনীন পূজা কমিটি চাইছে তাকে দিয়ে উদ্বোধনের কাজটা সেরে ফেলতে।



এই ক’দিনে বেশ কয়েকটি পূজা উদ্বোধনের পর শুক্রবারও তিনি সকালে মহাকরণে এসে বিকাল থেকে ব্যস্ত হয়ে পড়েন শহরের পূজা উদ্বোধনে।

সুরুচি সঙ্ঘ দিয়ে প‍ূজা উদ্বোধন শুরু করেন মুখ্যমন্ত্রী ৷ এরপর একে একে একডালিয়া এভারগ্রিন, সিংহি পার্ক, ফাল্গুনি সংঘ।

এই চারদিনে প্রায় ৫০টি প‍ূজা উদ্বোধন ও পরিদর্শন দুই-ই সারলেন মুখ্যমন্ত্রী৷ শুধু মন্ত্রীদের পূজাগুলোই নয়, মুখ্যমন্ত্রীর তালিকায় যুক্ত হয়েছিল বেশকয়েকটি ছোট পূজা কমিটিও৷

এর পাশাপাশি ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এদিন বেহালার বড়িশা ক্লাবের পূজা উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১২
আরডি/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।