ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

চোখের জলে বিদায় দেবী

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৭, অক্টোবর ২৫, ২০১২

আগরতলা (ত্রিপুরা): রাজ্যের মানুষ জাতি-উপজাতির মেল বন্ধনের শেষ লগ্নে অশ্ত্রু চোখে আজ বিদায় জানাল মাকে। আজ দশমী।

আগামী বছর আবার মাকে বরণ করার সুপ্ত কামনা নিয়ে ত্রিপুরার মানুষ বিদায় জানল দেবী দুর্গাকে।
সকাল থেকেই প্যান্ডেলে প্যান্ডেলে দেবীদুর্গাসহ সপরিবারকে মিষ্টি মুখ করানোর জন্য লাল পাড়ের শাড়ি পড়ে হাজির হয়েছেন নারীরা। চোখের জলে মাকে দিয়েছেন বিদায়। শুধু এটুকু কামনা শান্তি সম্প্রীতি যেন বজায় থাকে মার আশির্বাদে।

এদিন সন্ধ্যা থেকে ছিল রাস্তায় জনঢল। এদিন মানুষ মণ্ডপে মণ্ডপে ঘুরে প্রতিমা দেখেছেন।
এদিন বিকাল থেকে শুরু হয়েছে প্রতিমা বিসর্জনের পালাও। বিশেষত বাড়ি ঘরে যে সব পূজা হয় সেসব প্রতিমা এদিন বিসর্জন হয়। ক্লাব বা বারোয়ারি পূজার প্রতিমা এখনো রয়েছে দর্শনার্থীদের জন্য।

এদিন সন্ধ্যায় মিছিল এবং সাবেকি প্রথা অনুযায়ী নিরঞ্জন করা হয় আগরতলার রাজ বাড়ির প্রতিমা।

বিজয়া উপলক্ষে নারীরা মেতে ওঠেন সিঁদুর খেলায়।

বাংলাদেশ সময়: ০১৩৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১২
প্রতিনিধি/ জেডএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।