ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

মমতার কুশপুত্তলিকা পোড়ালো কংগ্রেস

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১৩, নভেম্বর ২, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে শিল্প বিরোধী আখ্যা দিয়ে বৃহস্পতিবার তার কুশপুত্তলিকা পুড়িয়েছে কংগ্রেস।

বৃহস্পতিবার কলকাতা শিয়ালদার মৌলালি মোড় বন্ধ করে বিক্ষোভ দেখায় প্রদেশ যুব কংগ্রেস।

এদিন বেলা ১টা নাগাদ বিধানভবন থেকে শ`দুয়েক কংগ্রেস কর্মীর মিছিল পৌঁছয় মৌলালি। এরপর শুরু হয় পথ অবরোধ। পরে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়।

কংগ্রেসের অভিযোগ, মমতা বিরোধী নেত্রী থাকাকালিন তৃণমূল কংগ্রেসের জঙ্গি আন্দোলন টাটা গোষ্ঠীকে রাজ্যছাড়া করেছিলো । মুখ্যমন্ত্রী হবার পরও তার শিল্পবিরোধী চেতনা পাল্টায়নি। এবার বলি হলদিয়ার বন্দর পরিচালনা কমিটির এবিজি গোষ্ঠী। বারবার এ ধরণের শিল্পবিরোধী কর্মকান্ডে রাজ্যে বিনিয়োগ ধাক্কা খাবে। ফলে বেকারত্ব বেড়ে যাবে।

পশ্চিমবঙ্গ থেকে এভাবে একের পর এক শিল্পগোষ্ঠী বিতাড়িত করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে রাজ্য কংগ্রেস নেতৃত্ব।
 
বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১২
আরডি/সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।