ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় কালীপুজোর চাঁদা নিয়ে গোলাগুলি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩০, নভেম্বর ১২, ২০১২

আগরতলা (ত্রিপুরা) : কালী পুজোর চাঁদা নিয়ে আগরতলা শহরে রোববার সন্ধ্যায় ব্যাপক গোলাগুলি হয়েছে।

এ গুলি কাণ্ড ঘটে আগরতলার জিবিবাজার চত্বরে।

গুলির শব্দ শুনে বাজারে উপস্থিত সাধারণ মানুষ আত্মরক্ষার জন্য ছোটাছুটি শুরু করেন।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ । তাদের মধ্যে ছিলেন ডিএসপি (সেন্ট্রাল) রাজেন্দ্র দত্ত, এডিশন্যাল এসপিসহ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা।

তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে না পারলেও পুলিশ ঘটনাস্থল থেকে বন্দুকের গুলির খোসা উদ্ধার করেছে।

রাজধানী শহরের ৭৯ টিলার মেমোরিয়াল ক্লাবের ৭/৮ জন সদস্য জিবিবাজারে কালী পুজোর চাঁদা তুলতে বের হয়। টিঙ্কু সাহার দোকানে চাঁদা চাইতে যান তারা। এর আগেও দু’তিনবার ক্লাব সদস্যরা তার কাছে চাঁদা আনতে গিয়েছিলেন।

কিন্তু প্রতিবারই তাদের চাঁদা না দিয়ে সময় সংক্ষেপ করেন টিঙ্কু সাহা। এদিনও ক্লাব সদস্যদের চাঁদা দেওয়া হবেনা বলে জানিয়ে দেন টিঙ্কু সাহা। এ নিয়ে ক্লাব সদস্য ও টিঙ্কুর মধ্যে তুমুল বিতর্ক শুরু হয়

এরই মধ্যে টিঙ্কু সাহা পিস্তল বের করে তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে মারেন। ক্লাব সদস্যরা আত্মরক্ষার জন্য ঘটনাস্থল থেকে পালিয়ে আসে। গুলির আওয়াজ শুনে জিবি বাজারে উপস্থিত ব্যবসায়ীসহ স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে।

ঘটনার পর ম‍ুহূর্তেই জিবিবাজারে বিক্ষোভ মিছিল করে ক্লাব সদস্যরা। পরে এডিশন্যাল এসপি’র সাথে সাক্ষাৎ করে ক্লাব সদস্যদের একটি প্রতিনিধি দল।

অপরদিকে সন্ধ্যার সময় অবাধে গোলাগুলির ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশর ভুমিকা নিয়েও জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এ কাণ্ড ঘিরে এখনো জিবিবাজারে চাপা উত্তেজনা বিরাজ করছে। মোতায়ন রাখা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

বাংলাদেশ সময় : ১১১১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১২
সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর,
সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
Kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।