ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

বাপী লাহিড়ীকে দেখার আশায়

রংপুরের স্কুলছাত্র হাসনাই ভারতীয় কারাগারে

শিলিগুড়ি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৪, নভেম্বর ১৩, ২০১২

শিলিগুড়ি: প্রতারনার শিকার হয়ে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে পুলিশের হাতে ধরা পড়লো  বাংলাদেশি এক স্কুলছাত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, রংপুর জেলার রায়পুরের সপ্তম শ্রেণির ছাত্র সৈয়দ হাসনাই ঢাকায় একটি টিভি চ্যানেলে অডিশান দেওয়ার সময় বিজয় চত্রবর্তী নামে এক প্রতারকের সঙ্গে পরিচয় হয়।



বিজয় তাকে মুম্বাইয়ের বিশিষ্ট সংগীত পরিচালক বাপী লাহিড়ীর সাথে দেখা করিয়ে দেবে বলে জানায়। এরপর তাকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে কলকাতায় নিয়ে আসে। এজন্য সে ৫০ হাজার টাকা ছাত্রটির কাছ থেকে নেয়।

কলকাতায় এসে রোববার তাকে হাওড়ায় রাতের বাসে তোলে। হাসনাইনের ঘুমের সুযোগ নিয়ে বিজয় তার মোবাইল সেটটি নিয়ে বাস থেমে নেমে পালিয়ে যায়।

সোমবার সকালে ইসলামপুর বাসস্ট্যান্ডে বাস থামলে বিজয়কে দেখতে না পেয়ে বাস থেকে নেমে আসে হাসনাই। এরপরই সে কান্নাকাটি করতে থাকে। স্থানীয় দোকানদাররা ও পথচারীরা ঘটনাটি জানতে পেরে তাকে পুলিশের হাতে তুলে দেয়।

মঙ্গলবার সকালে তাকে ইসলামপুর আদালতে তুলে পুলিশ জুভেনাইল হোমে নিয়ে গেছে।

বাংলাদেশ সময় : ১১৩৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১২
আরডি/ সম্পাদনা: সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
Kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।