ঢাকা, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

গুজরাটের সুরাটে ৩ বাংলাদেশি আটক

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০১, নভেম্বর ২৪, ২০১২

নয়াদিল্লি: ভারতের গুজরাট রাজ্যের সুরাট শহরে তিনজন বাংলাদেশি আটক হয়েছেন। গুজরাট পুলিশ শুক্রবার রাতে সুরাটের আমরোলি এলাকা থেকে তাদের আটক করে।



সেখানকার পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এই তথ্য জানানো হয়।

গুজরাট পুলিশ জানায়, “আটক হওয়া বাংলাদেশি শেখ নজরুল খোরশেদ (৩০), শেখ মোহাম্মদ হাফিজ (২৫) ও গাজী শাহজাহান মুজিব (৩০) ভারতের নাগরিকত্বের জাল কাগজপত্র তৈরি করে সেখানে অবস্থান করছিলেন। এদের বাড়ি বাংলাদেশের নড়াইল জেলার মাশখুলা ও জাদুপুর গ্রামে। ”

পুলিশ আরো জানায়, “এরা কলকাতার পাশের জেলা হুগলির আনোয়ার শেখ নামের এক ভারতীয় দালালের মাধ্যমে জাল কাগজপত্র তৈরি করে। আনোয়ার তাদের হুগলীর বৃন্দাবনপুর এলাকার কামরাপাড় জুনিয়র স্কুল থেকে এদের স্কুলের ছাড়পত্রের ব্যবস্থাও করে দেয়। গুজরাটের সুরাট এলাকার অলপাদ বিধানসভা কেন্দ্রের ভোটারও হয় তারা। ”

আমরোলি পুলিশ স্টেশন থেকে শনিবার তাদের আদালতে হাজির করা হলে আদালত তাদের জেলহাজতে পাঠায়। আটককৃতরা আদালতে জানিয়েছেন, তারা ভারতে আসেন কাজের সন্ধানে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১২
আরডি/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।